মানবাধিকার দিবসে ভয়েস অব ইনসাফের আলোচনা সভা ও শোভাযাত্রা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের চ্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা বুধবার (১০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার সুরক্ষার বিভিন্ন দিক এবং বর্তমান সময়ে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তরা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী শাসনামলে যেভাবে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আগামীতে আর কেউ কিংবা শাসক গোষ্ঠী কর্তৃক মানবাধিকার লুণ্ঠনের সুযোগ যাতে না পায় সেই পথ অন্তর্বর্তীকালীন সরকারকে বন্ধ করে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা-ঢাকা’র সভাপতি ও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এবং সংগঠনের উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আব্দুস সাত্তার সুমন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকারের বর্তমান পরিস্থিতি ও তা উত্তরণে করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুলতান উদ্দিন, এনামুল হক, শাহজাহান সিরাজ এবং ইমরান হোসাইন। এছাড়াও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজসহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *