নারায়ণগঞ্জের ফতুল্লার মামুদপুর এলাকার বাসিন্দা মো: আশাদুল হাকিম (৪১), পিতা আব্দুল আউয়াল মাস্টার, গত ১৯ জুন ২০২৫ তারিখ সকাল ৭:৩০ মিনিটে কর্মস্থল এস বি গার্মেন্টস, কড়ইতলা-তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে তিনি ঐদিন কর্মস্থলে পৌঁছাননি।
তখন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিন দিন পার হলেও তিনি এখনো নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবার।
যদি কেউ মো: আশাদুল হাকিমকে কোথাও দেখে থা বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে:
📞 01841121694
📞 01533-252384
📞 01912917679
পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
