পল্টনের মাটিতে শহীদের রক্তের দাগ মিশে আছে, তাদের ত্যাগকে কখনো বৃথা যেতে দেওয়া হবে না: ড. হেলাল উদ্দিন


নিজস্ব সংবাদদাতা:


বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণ সংসদীয় আসন ঢাকা-০৮ এর উদ্যোগে বাইতুল মাকারামের উত্তর গেইট থেকে বাদ আসর, পল্টন থানা আমির শাহীন আহমেদ খান এর নেতৃত্বে একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়। মিছিল বাইতুল মাকারাম থেকে শুরু করে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের নেতাকর্মী ।
মিছিল পূর্বে জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্তাকারে বক্তৃতা দেন জামায়াত মনোনীত ঢাকা-৮ এর সংসদ সদস্য ড. এড. হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন এই পল্টনের মাটি শহীদের রক্তের দাগ মিশে আছে। তাদের ত্যাগকে কখনো বৃথাযেতে দেওয়া হবে না। জুলুম নির্যাতন করে জামায়াতে ইসলামকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো ফেসিবাদী শক্তি। আজকে সময় এসেছে এর কড়া জবাব দেবার। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে হবে। ঢাকা-৮ আসন হবে চাঁদাবাজি, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ লোকের শাসন দ্বারা এই দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহঃ সেক্রেটারী, ঢাকা-৮ এর সংসদীয় আসন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, পল্টন থানা সেক্রেটারী মনজুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পল্টন থানা সহঃ সেক্রেটারী এনামুল হক, মোস্তাফিজুর রহমান শাহীন, শাজাহান পুর থানা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *