ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর পাবনা পৌর শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসেন জামায়াতে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা পাঁচ আসনের ১১ দলীয় সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের নির্বাচন নিয়ে অফিসে এসে জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করেন।
শাহাদাত হোসেন জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ ইসলামি আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে আমি জামাতি ইসলামীর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এবং লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছি আমার জন্য সবাই দোয়া করবেন, দেশ ও জাতির কল্যাণে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করবেন।
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ১০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জামায়াতে যোগদানকারীরা হলেন,আব্দুল্লাহপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. ফরহাদ আমিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আফরান উল্লাহ মুন্সি,ইসলামী আন্দোলন বাংলাদেশ এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, ইসলামী যুব আন্দোলন এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল হাওলাদার, ইসলামী আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী, আলাউদ্দিন পাটওয়ারী এবং ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী মো. রাজিব হাওলাদার।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের হোসেন, সেক্রেটারি প্রভাষক রেজাউল করিম, জামায়াত নেতা হাফেজ আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
