রাজধানীর পল্টনে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।” সভাপতির বক্তব্যে জনাব আমিনুল ইসলাম ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর জনাব সুলতান উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেল, ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
